• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত যুবক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ১২:১০ পিএম

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। একই সঙ্গে বাবু (২৭) নামের অপর এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে  মৃত ঘোষণা করেন। বাবু চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, নিহত আমিনুল হাজারীবাগের মডেল টাউন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

অর্ণব

আর্কাইভ