• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রামপুরায় বাসে অগ্নিসংযোগের মূল হোতাসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৫:০৫ পিএম

রামপুরায় বাসে অগ্নিসংযোগের মূল হোতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রামপুরায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় মূল হোতা মনিরসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব তবে র‌্যাব প্রাথমিকভাবে মনিরের তিন সহযোগীর নাম জানায়নি।

বুধবার (২৯ ডিসেম্বর) র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব কুমিল্লা রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাকি তিনজনের পরিচয় এবং বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। সময় ঘাতক বাসসহ -১০ বাসে আগুন দেয়া হয় এবং ভাঙচুর করা হয়। ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে হাতিরঝিল থানা একটি রামপুরা থানায় একটি মামলা করে।

 

এআরআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ