• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পাল্টাপাল্টি অভিযোগ, আইভী-তৈমূরকে ইসির শোকজ

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১১:০২ পিএম

পাল্টাপাল্টি অভিযোগ, আইভী-তৈমূরকে ইসির শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল বলে জানা যায়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি। দুজন প্রার্থী আচরণবিধি যথাযথভাবে পালন না করায় তাদের শোকজ করেছি। আশা করছি তারা আমাদের সহায়তা করবেন।

এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পরস্পরের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

এদিকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্প তৈরির ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ ওঠেছে। সিদ্ধিরগঞ্জের একটি ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী সর্বোচ্চ ১৪টি নির্বাচনী ক্যাম্প করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া বন্দরে এবং শহরেও অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ‘দু-এক দিনের মধ্যেই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে আমরা আরও কঠোর হবো। নির্বাচনীবিধি না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অর্ণব/ডা

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ