• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রোড ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোর ওপর উঠে গেল বাস

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৬:৩৩ পিএম

রোড ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোর ওপর উঠে গেল বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের ওপর উঠে পড়েছে একটি যাত্রীবাহী বাস। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।

ঘটনাটি নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ জানান, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি দুটিকে রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে।

জানা গেছে, এনা পরিবহনের একটি বাস মহাখালী থেকে ছেড়ে আসে। খিলক্ষেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এরপর রোড ডিভাইডার ভেঙে ওপরে উঠে গেলে এ সময় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের চালক আহত হন।

পুলিশ ঘটনাস্থলে এসে বাসচালককে পায়নি। বাসের যাত্রীরাও ছিল না। মাইক্রোবাসটির চালক হাতে আঘাত পেয়েছেন। মাইক্রোবাসটিতে আরও চারজন যাত্রী ছিলেন বলে জানা যায়। তারা সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুপাশেই যানজট দেখা দিয়েছে।

অর্ণব/এম. জামান

আর্কাইভ