প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৪:২৬ পিএম
নতুন করে
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে আনুষ্ঠানিকভাবে টিকার বুস্টার ডোজ দেয়া
শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে সীমিত পরিসরে বুস্টার ডোজ
প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিঞা জানান, ‘মঙ্গলবার থেকে ষাটোর্ধ্ব, প্রবাসীকর্মী ও সম্মুখসারির যোদ্ধারা এ টিকা পাবেন। যাদের দ্বিতীয় ডোজ নেয়ার কমপক্ষে ৬ মাস অতিক্রান্ত হয়েছে তারা বুস্টার ডোজের জন্য এসএমএস পাবেন।
শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এর জন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।
গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।
স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।
জেডআই/এম. জামান