প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ১১:৩৮ পিএম
ঘুষ নেয়া ও অর্থপাচারের অভিযোগে সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ আগামী ৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশেষ আদালত-৪এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, ‘আসামির বিরুদ্ধে
আনা অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে।’ রাষ্ট্রপক্ষ পার্থ গোপাল বণিকের
আইনত সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এই মামলায় বাদীসহ রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত বছরের ৪
নভেম্বর আদালত পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই বছরের ২৪ আগস্ট দুদকের উপপরিচালক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো.
সালাউদ্দিন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ১৪
জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়।
২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ভূতের গলি এলাকায় পার্থ গোপালের বাসায় অভিযান
চালায় দুদক। অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা
করে সংস্থাটি।
মামলার এজাহারে পার্থ গোপালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন, অর্থের অবস্থান গোপন ও পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়।
অর্ণব/এম. জামান