• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রাজধানীতে নগর পরিবহন উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৬:৫৮ পিএম

রাজধানীতে নগর পরিবহন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে এবং যাত্রীদের ভোগান্তি নিরসনে বাসরুট রেশনালাইজেশনের অংশ হিসেবে ঢাকা নগর পরিবহনসেবা চালু করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সচিবালয় থেকে ভার্চুয়ালি এই কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি গত ১২ দিন হাসপাতালে ছিলাম। সেখান থেকে রিলিজ হয়ে বাসায় না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এসেছি। আমি এই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েছি। আমার উপস্থিতিতে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি এই সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করলাম।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ রুটের বাসগুলো হবে সবুজ রঙের। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

জেডআই/এম. জামান

আর্কাইভ