• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রাজধানীতে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১০:২৬ পিএম

রাজধানীতে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে মেহেবুল্লাহ তৌশিফ (২১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তৌসিফ আত্মহত্যা করেছেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে মহানগর প্রজেক্ট এলাকায় আত্মীয়ের বাসা থেকে তৌসিফের লাশ উদ্ধার করা হয়। ওই বাড়ির পাঁচতলায় একটি কক্ষের সিলিংফ্যানের সঙ্গে ঝুলে ছিল তার লাশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।’

মৃত তৌশিফের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, ‘তৌশিফ হতাশাগ্রস্ত ছিল। তবে কী নিয়ে হতাশাগ্রস্ত ছিল তা কখনও শেয়ার করত না। কথা কম বলত। ছাত্র হিসেবে খুব ভালো ছিল। বন্ধুবান্ধবের সঙ্গে মিশত কম। গত পাঁচ দিন আগে গ্রাম থেকে ঢাকায় এসে মহানগর প্রজেক্টে চাচা মোজাম্মেল হকের বাসায় ওঠে। পুরান ঢাকায় মেস খুঁজতেছিল।’

তৌসিফের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন। এক সপ্তাহ আগে তিনি ঢাকায় আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য।

জেডআই/এম. জামান

আর্কাইভ