• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জাপান থেকে এলো আরও ৭ লাখ টিকা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১০:২১ পিএম

জাপান থেকে এলো আরও ৭ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভ্যাক্সের আওতায় জাপানের দেয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৪ হাজার ৯১০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে। জাপানের দেয়া ১৫ লাখ টিকার দ্বিতীয় চালান এটি।

জাপানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৭ লাখ ৪ হাজার ৯১০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছায়। সোমবার সন্ধ্যায় এসব টিকা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে।

প্রথম দফায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার পর চলতি মাসে আরও ১৫ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয় জাপান। ১৫ লাখ টিকার প্রথম চালান গত ১৪ ডিসেম্বর ৭ লাখ ৮৮ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশ সরকারের কাছে এসব টিকা হস্তান্তর করেন। সেদিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে এখন পর্যন্ত ৪৫ লাখ টিকা দিয়েছে দেশটি। 

অর্ণব/ডা


আর্কাইভ