• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মিতু হত্যা মামলা : গায়ত্রীর তথ্য চেয়ে পিবিআই’র চিঠি

প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৭:৫৬ পিএম

মিতু হত্যা মামলা : গায়ত্রীর তথ্য চেয়ে পিবিআই’র চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের প্রেমিকা গায়ত্রী অমর সিং সম্পর্কে বিস্তারিত জানতে জাতিসংঘের শরণার্থী সংস্থাকে (ইউএনএইচসিআর) চিঠি দিয়েছে এই মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)  

মঙ্গলবার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টমেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্তোষ কুমার চাকমা বলেন, ‘গায়ত্রী সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে ইউএনএইচসিআরকে গত রোববার (২৩ মে) একটি চিঠি দেয়া হয়েছে। ইউএনএইচসিআর বাংলাদেশ কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান বরাবর চিঠিটি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

দিকে বাবুল আক্তারকে গায়ত্রীর দেয়া দুটি বইয়ের ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পিবিআই। সন্তোষ কুমার চাকমা মঙ্গলবার বলেন, বই দুটি ফরেনসিক ল্যাবে পাঠানোর জন্য শিগগিরই আদালতে আবেদন করা হবে।

পিবিআই সূত্রে জানা গেছে, মামলার এজাহারে উল্লেখ এবং তদন্তে গায়ত্রীর সঙ্গে বাবুল আক্তারের বিবাহবহির্ভূত সম্পর্কের কিছু তথ্য জানতে পারে। মূলত কারণেই গায়ত্রী সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে ইউএনএইচসিআরে চিঠি দেয়া হয়েছে।

বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গায়ত্রী অমর সিংহের সঙ্গে বাবুল আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। সে সময় গায়ত্রী জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ফিল্ড অফিসার হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন। অন্যদিকে বাবুল তখন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

২০১৬ সালের জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।

বিআর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ