• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

৪ মন্ত্রীসহ ১৭ নাগরিক নিলেন বুস্টার ডোজ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৯:২২ পিএম

৪ মন্ত্রীসহ ১৭ নাগরিক নিলেন বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস প্রতিরোধে ৪ মন্ত্রীসহ ১৭ প্রবীণ নাগরিককে দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে বুস্টার ডোজ দেয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর টিকা নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পমন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুস্টার ডোজ নেয়া ১৭ জনকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আইসিটি বিভাগ সুরক্ষা অ্যাপ আপডেট করার বিষয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এরপর নিবন্ধনের মাধ্যমে আগে যেভাবে করোনা টিকা দেয়া হয়েছে সেভাবেই বুস্টার ডোজ দেয়া হবে।

গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্ণব/ডা

আর্কাইভ