• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বুস্টার ডোজ দেয়া শুরু

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৭:০৫ পিএম

বুস্টার ডোজ দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরনওমিক্রনঠেকাতে দেশে বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী . জাহিদ মালেক। সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম উপস্থিত ছিলেন।

রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম হলে বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার থেকে প্রাথমিকভাবে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। যারা অন্য টিকা নিয়েছেন তারাও ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে গ্রহণ করতে পারবে।

যাদের দ্বিতীয় ডোজ টিকার বয়স মাসের বেশি হয়েছে তাদেরকেই বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারা দেশেই কর্মসূচি চালু হবে। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি ফ্রন্টলাইন ওয়ার্কার (যেমন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, গণমাধ্যম কর্মী) থাকবেন।

সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলমান রয়েছে। বুস্টার ডোজ দেয়ার তালিকাও তৈরি করা হচ্ছে।

নূর/ডা

আর্কাইভ