• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রাজধানীতে দুই সোনার দোকানে চুরি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৯:৫৯ পিএম

রাজধানীতে দুই সোনার দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে শপিংমলের চারতলার দুটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। তবে কি পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ ও ডিবি। উদ্ধার করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর সকালে এসে দুই প্রতিষ্ঠানের কর্মচারীরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় আমরা সংগ্রহের চেষ্টা করছি।’

কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।

রমনা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান রানা বলেন, ‘কী পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। তবে এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে আমরা ইতোমধ্যেই অভিযানে নেমেছি।

এস/এএমকে/ডা

আর্কাইভ