• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গুলশানে বাসচাপায় পথচারী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:৩২ পিএম

গুলশানে বাসচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের নিচে চাপা পড়েন এক পথচারী। এতে মো. শফিকুল ইসলাম (৩৭) নামে ওই পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গুলশান কোকাকোলার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির চাচাতো ভাই ফারুক ইসলামের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে গুলশান কোকাকোলার মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শফিকুল ইসলামের। ওই পরিস্থিতি সামলে না উঠতেই যাত্রীবাহী বাস ভিক্টর ক্লাসিক পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত লাগে তার। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শফিকুলকে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য সরকার বলেন, ‘এ ঘটনায় যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

শফিকুল ইসলাম গুলশান নর্দার স্থায়ী বাসিন্দা মো. আবদুস সামাদের ছেলে। তিনি অবিবাহিত। একসময় ডিশ লাইন সংযোগ দেয়ার ব্যবসায় জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কোনো পেশায় নিয়োজিত ছিলেন না তিনি।

নূর/এএমকে/ডা

আর্কাইভ