• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আমি কাজ ভালোবাসি : ফেসবুকে ওবায়দুল কাদের

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:১৭ পিএম

আমি কাজ ভালোবাসি : ফেসবুকে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন। এই মুহূর্তে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

তবে হাসপাতালে শুয়ে-বসে ভালো লাগছে না ওবায়দুল কাদেরের। কারণ, সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজে ব্যস্ত থাকতে হতো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে। বিশ্রামে থাকায় তাতে ছেদ পড়েছে। বিশ্রামের এ সময়টায় কর্মমুখর সময়টাকে মিস করছেন মন্ত্রী।


শনিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওবায়দুল কাদের জানিয়েছেন, তিনি কাজকে মিস করছেন। তিনি লিখেছেন- ‌‘আমি সত্যিই কাজকে মিস করছি। আমি কঠোর পরিশ্রম করি কারণ আমি কাজ ভালোবাসি।

জেডআই/এম. জামান

আর্কাইভ