• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শখ করেই অনেকে বিদেশে চিকিৎসা নিতে যায় : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৪:২০ এএম

শখ করেই অনেকে বিদেশে চিকিৎসা নিতে যায় : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শখ করেই অনেকে বিদেশে চিকিৎসা নিতে যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। দেশেই সব ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে। অনেকে শখ করেই বিদেশে চিকিৎসা নিতে যায়। করোনায় লকডাউন ছিল, তখন সবাইকে দেশেই চিকিৎসা নিতে হয়েছে। আমাদের যথেষ্ট ভালো ডাক্তার, নার্স ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে, কিন্তু আন্তরিকতার অভাব আছে।’

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'দে‌শে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  তবে বর্তমানে দেশের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। আমাদের সব কাজ চলছে, কিন্তু ভুলে গেলে হবে না। করোনার সংক্রমণ এখনো শেষ হয়নি। ওমিক্রনের প্রভাবে তা আবার বেড়েছে। তাই সতর্ক হতে হবে৷ টিকা নিলেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো এবং সুস্থ আছে। তাদের শারীরিক অবস্থায় অবনতি হয়নি। জায়গা পরিবর্তনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল মান্নানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ