• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, স্বামী গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৫:৫৪ পিএম

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মামলায় আটক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজম মিয়া বলেন, ‘ইলমার বাবা গতকাল রাতে বাদী হয়ে হত্যা মামলাটি রুজু করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন ইলমার স্বামী ইফতেখার আবেদীন (৩৬) এবং ইলমার শ্বশুর-শাশুড়ি। ইতোমধ্যে ইফতেখার আবেদীনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নূর/ডা

আর্কাইভ