• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ধানমন্ডির বাসায় যাননি মুরাদ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৭:০৬ এএম

ধানমন্ডির বাসায় যাননি মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হয়ে দেশে ফিরে এসেছেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি প্রাইভেট কারযোগে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি।

তবে মুরাদ হাসান তার নিজের বাসা ধানমন্ডিতেও যাননি। ধানমন্ডির ১৫ নম্বর রোডের এই বাড়িতেই তিনি সপরিবারে থাকেন।

রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ হাসান।

বিমানবন্দর থেকে একটি সূত্র জানায়, বিমানবন্দরে নিয়মমাফিক কাজ শেষ করে সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাইভেট কারে চড়ে বেরিয়ে যান তিনি।

সূত্র আরও জানায়, মুরাদ হাসান বিমানবন্দরের ভিআইপি গেটে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকদের দেখে ঘুরে ভেতর দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে যান। সেখানে বাইরে অপেক্ষা করছিল একটি হোন্ডা সিআরভি ব্র্যান্ডের গাড়ি। মাথা ও মুখ ঢেকে গাড়িতে চড়েন মুরাদ। এসময় তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও হুডি জ্যাকেট। 

ধানমন্ডির বাড়ির নিরাপত্তাকর্মী মো. সুমন আলী সন্ধ্যা ৭টার দিকে বলেন, ‘স্যার বাংলাদেশে এসেছেন জানতে পেরেছি। তবে তিনি বাসায় এখনও আসেননি। বাসায় তার পরিবারের সদস্যরা আছেন।’

নিরাপত্তাকর্মী আরও জানান, গত সপ্তাহের সোমবার ধানমন্ডির বাসা থেকে তিনি বেরিয়ে যান। তারপর আর বাসায় ফেরেননি।

তবে ধারণা করা হচ্ছে, উত্তরায় ভাইয়ের বাসায় গেছেন তিনি।
এআরআই/ডা

আর্কাইভ