• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: মে ২৪, ২০২১, ১০:৫৩ পিএম

তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা কয়েকদিনের তাপদাহের পর রাজধানীতে সোমবার (২৪ মে) রাত সোয়া ৯টার দিকে নামল স্বস্তির বৃষ্টি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এই বৃষ্টির মধ্যে দিয়ে গত কয়েক দিনের ভ্যাপসা গরমের অবসান ঘটল। ফলে গরমে অতিষ্ঠ নগরজীবনে অনেকটাই স্বস্তি নেমে এসেছে এটা বলা নিষ্প্রয়োজন।

দিকে সোমবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইয়াসের প্রভাবে তাপদাহের প্রভাব কমতে শুরু করতে পারে। তবে বৃষ্টি হতে পারে এমন কোনো আভাস তারা দেয়নি।

এদিন গুগলের পূর্বাভাসে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও অনুভূত হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ৩৬ ডিগ্রি হলেও অনুভূত হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস। দুই দেশের তাপমাত্রা একই দেখায়। তবে বৃষ্টির কারণে রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা অনেকটাই কমেছে। 

সোমবার সন্ধ্যায় ভারতের আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, গত ঘণ্টায় ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় কিলোমিটার বেগে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এটা আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় শক্তি সঞ্চয় করে ইয়াস প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। পরের ২৪ ঘণ্টায় আরও শক্তি নিয়ে হয়ে উঠবে অতি প্রবল ঘূর্ণিঝড়।

বিআর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ