• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৯:০৬ পিএম

দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন নামে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ায় টুর্নামেন্ট মাঝপথে স্থগিত ঘোষণা করা হয়। তবে নারী বিশ্বকাপের টিকিট নিয়েই দেশে ফেরেন লাল-সবুজ দলের মেয়েরা। এটি সুখবর হলেও খারাপ খবর সঙ্গী হয় তাদের। দলের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক এই তথ্য জানান। শনিবার (১১ ডিসেম্বর) বেলা ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ টিকা ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

নিয়মানুযায়ী, জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর করোনা টেস্টে বাংলাদেশ দলের দুইজন করোনা পজিটিভ হন। তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জাতীয় নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফিরে আসে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়। এরপর গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়। তৃতীয় টেস্টের পর সোমবার দুই ক্রিকেটারের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

তখন থেকেই নারী ক্রিকেট দলের সবাই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের দুই কর্মকর্তা নিয়মিত তাদের বিষয়টি দেখছেন।  

জেডআই/এম. জামান

আর্কাইভ