• ঢাকা বুধবার
    ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

মন্ত্রিসভায় আসতে পারে চমক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৯:১৬ এএম

মন্ত্রিসভায়  আসতে পারে চমক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তৃতীয় মেয়াদে দেশের ক্ষমতা আওয়ামী লীগের হাতে। দেশের সরকার পরিচালনা করছে রাজনৈতিক এ সংগঠনটি।  স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশের সরকার পরিচালনা করছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিন মেয়াদের ক্ষমতাকালে বিভিন্ন সময়ে দেশের মন্ত্রিসভায় রদবদল এনেছেন। শিগগিরই ফের রদবদল হতে যাচ্ছে মন্ত্রিসভায়। দেখা যেতে পারে চমক।

সরকারি একাধিক গোয়েন্দা সংস্থা সিটিনিউজ ঢাকাকে বিষয়টি  নিশ্চিত করেছে।

গোয়েন্দা সুত্রে জানা যায়, মন্ত্রিসভায় নতুন মুখ দেখা যেতে পারে। সে পরিকল্পনায় যাছাই -বাছাই প্রক্রিয়াধীন।

সুত্র জানায়,  মন্ত্রিসভায় নতুন মুখের তালিকায় রয়েছে জনপ্রিয়তায় সেরা যারা, দলের প্রতি যাদের ত্যাগ এবং ভালোবাসা রয়েছেযারা প্রয়োজনের বাইরে কথা বলে না। এমনকি যারা বিতর্কিত কাজ থেকে দূরে থাকতে পছন্দ করে এবং যোগ্যতাসম্পন্ন তাদের মধ্য থেকেই যাচাই-বাচাই শেষে মন্ত্রিসভায় নিয়োগ দেয়া হবে।

তাছাড়া একাধিক মন্ত্রির দফতর বদল হতে পারে। সেক্ষেত্রে প্রতিমন্ত্রি থেকে কেউ পুর্ণ মন্ত্রির দায়িত্বও পেতে পারেন। তবে সবই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যবেক্ষণের ওপর। পাশাপাশি গোয়েন্দা রিপোর্টও এক্ষেত্রে  ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি বিতর্কিত কাণ্ডে মন্ত্রিসভায় থেকে পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। পদত্যাগের পর জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এআরআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ