• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ঢাকায় এলো সেরামের আরও ২৫ লাখ ডোজ টিকা

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৯:০০ পিএম

ঢাকায় এলো সেরামের আরও ২৫ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ২৫ লাখ টিকা দেশে এসেছে। বুধবার (৮ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা পৌঁছায়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে বুধবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা এসেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ টিকা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।’

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে ‍তিন কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।

সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়। এরপর গত ১ ডিসেম্বর সেরামের ৪৫ লাখ টিকা আসে বাংলাদেশে। ৮ ডিসেম্বর আবারও ভারত থেকে ২৫ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ।

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ