প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১১:১৩ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে
দেশে গত ২৪ ঘণ্টায়
আরও ছয়জনের প্রাণহানি
হয়েছে। এ নিয়ে মোট
প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬
জনে। একই সময়ে শনাক্ত
হয়েছেন ২৭৭ জন। এ
পর্যন্ত মোট শনাক্ত রোগীর
সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮
হাজার ২৮৮ জনে।
বুধবার
(৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
এতে
বলা হয়- গত ২৪
ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন
২৯৬ জন। এ পর্যন্ত
মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩
হাজার ২০৪ জন।
গত
এক দিনে মারা যাওয়াদের চারজন পুরুষ, দুইজন নারী।
এ সময়ে ঢাকায় ৩,
চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন
করে মারা গেছেন। বাকি
বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।
২০২০
সালের ৮ মার্চ দেশে
করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়।
এর ১০ দিন পর
১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের
মৃত্যু হয়। এরপর ধীরে
ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
নূর/এম. জামান