প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৩:৫২ পিএম
ঘূর্ণিঝড়ের
গতিপথ ঠিক থাকলে বাংলাদেশ
উপকূলে ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ডা. মো. এনামুর রহমান।
তিনি বলেছেন, ‘আপাতত উপকূলবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই। সংকেতও বাড়ছে
না। তারপরও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।’
সোমবার
(২৪ মে) দুর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় 'ইয়াস' ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সাংবাদিকদের তিনি এসব কথা
বলেন।
তিনি
বলেন, ‘ঘূর্ণিঝড় এখন উড়িষ্যার দিকে
ধাবিত হচ্ছে, তাই আপাতত সংকেত
বাড়ানোর প্রয়োজন নেই। যা আছে
তাই থাকবে।’
প্রতিমন্ত্রী
আরও বলেন, ‘বাংলাদেশের ওপর আঘাত হানবে
না। মেঘ এবং ঝোড়ো
হাওয়া বয়ে যেতে পারে।
তারপরেও সব ধরনের প্রস্তুতি
নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হলে ব্যবস্থা নেয়া
হবে।’
তরিকুল/সবুজ