প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৩:৫৭ এএম
সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর আধুনিকায়নে নিরলস চেষ্টা চালিয়ে
যাচ্ছেন। তার প্রচেষ্টায় বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা এতটা বেড়েছে যে, দেশে-বিদেশে তাদের ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালনে তারা সক্ষম। সেনাবাহিনীকে আমি জাতির গর্বের জায়গায় দেখতে চাই, আর এটিই আমার
ভিশন।’
রোববার (৫ ডিসেম্বর) সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শফিউদ্দিন আহমেদ বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এই
ম্যুরাল উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার। জাতির পিতার এই ভাস্কর্য শুধু প্রদর্শনের
জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের
আগ্রহ জন্মাবে।’
সেনাপ্রধান জানান, সেনাসদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এই
ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট সেনানিবাসে মুজিব চত্বরে স্থাপিত
ভাস্কর্যটির বেজমেন্ট ৬ ফুট ও মূল ভাস্কর্য ১৯ ফুট দীর্ঘ। সেনাবাহিনীর সিলেট এরিয়া
সদর দফতরের তত্ত্বাবধানে স্থাপিত হয়েছে ভাস্কর্যটি।
অর্ণব/এআরআই/ডাকুয়া