• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পূর্বের ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো ট্রেন চলাচল

প্রকাশিত: মে ২৪, ২০২১, ০১:৩৫ পিএম

পূর্বের ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান বিধিনিষেধের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। কিন্তু জনভোগান্তির কথা বিবেচনায় এনে খুলে দেয়া হয় সব ধরনের গণপরিবহন। তবে সেগুলো চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে।

রোববার (২৩ মে) এসব নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই নির্দেশনা মোতাবেক ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। ফলে সোমবার (২৪ মে) সকাল থেকে সারা দেশে ২৮ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া লোকাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। পরে পরিস্থিতি বিবেচনা করে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। তবে ট্রেনের টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা বলছে, ট্রেনে চলতে হলে যাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।
 
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অর্ধেক আসন ফাঁকা থাকলেও কোনো প্রকার ভাড়া বৃদ্ধি করা হবে না, প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন-কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার হতে ক্রয় করতে হবে। সকল অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে কেনা যাবে। অনলাইনে কেনা টিকিট ফেরত দেয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার হতে দেয়া হবে। আসনবিহীন কোনো টিকিট থাকবে না। তাই অযথা কাউন্টারে ভিড় করা থেকে বিরত থাকতে হবে।

ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করছে রেলওয়ে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে প্রবেশ ও বাহিরের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে, বিশেষ প্রয়োজন ব্যতীত রেলভ্রমণ করা যাবে না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।

আজ থেকে যেসব ট্রেন চলবে : সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি/তূর্ণা, মহানগর প্রভাতী/তূর্ণা, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলবে। এগুলো হলো- কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার ও উত্তরা এক্সপ্রেস। স্বাভাবিক সময়ে দেশে যাত্রীবাহী ৫৬ জোড়া রেল চলে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহের উদ্দেশ্যে লোকাল ট্রেন বলাকা কমিউটার, সিলেটের উদ্দেশ্যে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ও চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতি ছেড়ে গেছে। 

সবুজ/এএমকে
আর্কাইভ