• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আরও ৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০২:২৪ এএম

আরও ৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের প্রাণহানি হয়েছে। নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৯৫ জনে। একই সময়ে ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ১৬২ জন। নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

শনিবার ( ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ১৬৭ জনের শরীরে। নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬  জনে।

গত বছরের মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

নূর/এম. জামান

আর্কাইভ