• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাড়ল সতর্ক সংকেত

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১১:২৮ পিএম

কূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাড়ল সতর্ক সংকেত

কক্সবাজার প্রতিনিধি

জাওয়াদের প্রভাবে সাগর এখন উত্তাল। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সতর্কবার্তা জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯২০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং  কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮২৬ কি.মি. দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণিঝড় জাওয়াদ অবস্থান করছিল।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রে ৫৪ কি.মি.-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে সাগর উত্তাল রয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ জানান, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত সম্পর্কে ট্যুরিস্ট পুলিশ অবগত রয়েছে। মাইকিং করে পর্যটকদের সতর্কতাসহ পানি থেকে ওপরে উঠে আসতে বলা হচ্ছে।

 

অর্ণব/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ