• ঢাকা বুধবার
    ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

‘জাওয়াদ’র প্রভাবে উত্তাল সাগর, ঝরছে বৃষ্টি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৫:০১ পিএম

‘জাওয়াদ’র প্রভাবে উত্তাল সাগর, ঝরছে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অদূরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতোমধ্যেই ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। বর্তমানে এটি অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। সাগর কিছুটা উত্তাল রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, ‘সকাল থেকে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

সকাল থেকে খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে হয়েছে। রিকশাচালক মো. মনির বলেন, ‘আমাগো তো সম্পদ নাই। গরিব মানুষ। কাম না করলে ঘরে ভাত জুটবে না। তাই কষ্ট হলেও বের হইছি। হাত-শরীর ইতোমধ্যে বরফ হয়ে গেছে।’

মো. মাসুদ রানা বলেন, ‘পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।’

জেডআই/ডাকুয়া

আর্কাইভ