প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০১:৫৮ এএম
বঙ্গোপসাগরে
সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এ কারণে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরকে
দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার
(৩ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে
বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও
উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ১৪ দশমিক ৫ উত্তর অক্ষাংশ এবং ৮৫
দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হয়েছে।
শুক্রবার
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার
দক্ষিণ-দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে
অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
পূর্বাভাসে
আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ
ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম,
কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার
পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্যও বলা হয়।
এআরআই/এম. জামান