• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আম্ফানকেও ছাপিয়ে যেতে পারে যশ!

প্রকাশিত: মে ২৩, ২০২১, ১০:৫১ পিএম

আম্ফানকেও ছাপিয়ে যেতে পারে যশ!

সিটি নিউজ ডেস্ক

গত বছর ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানা ঘূর্ণিঝড়আম্ফান-এর ক্ষত এখনও শুকায়নি। কিছু দিন আগে সংঘটিত সাইক্লোনতকতেদেশটির পশ্চিম উপকূলে ভয়ানক তাণ্ডব চালিয়েছে। এতে অনেকটাই লণ্ডভণ্ড হয়ে গেছে গুজরাট মুম্বাই শহর। এর রেশ কাটটে না কাটতেই এবার আসছেযশ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই যশ শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণিত হতে যাচ্ছে। আমাদের জন্য খারাপ খবর হলো, ঝড়টি বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৬ মে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। তখন এর গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে। ২৫ মে থেকে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতাও দেয়া হয়েছে।

দিকে গত বছর ২০ মে পশ্চিমবঙ্গকে লণ্ডভণ্ড করে দিয়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। স্থলভূমিতে আছড়ে পড়ার আগে তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। সে বিবেচনায়যশআম্ফানকেও ছাপিয়ে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেশী দেশটির আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের মূল অভিমুখ হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল।

বিআর/নূর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ