প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৪:৪৪ পিএম
বরগুনা ও পটুয়াখালী জেলাসংলগ্ন সমুদ্র
উপকূলীয় এলাকায় জেলেদের নৌকায় ডাকাতি, লুণ্ঠন ও অপহরণের ঘটনায় জড়িত ডাকাতদলের
মূল সমন্বয়কসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে
অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সম্প্রতি পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালীসংলগ্ন সমুদ্র এলাকায় জেলেদের নৌকায় ডাকাতি, লুণ্ঠন ও অপহরণের ঘটনায় জড়িত দস্যুদলের মূল সমন্বয়কসহ ৫ ডাকাতকে পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
জেডআই/ডাকুয়া