• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রামপুরায় মানববন্ধনে বাধার অভিযোগ শিক্ষার্থীদের

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৯:০৪ পিএম

রামপুরায় মানববন্ধনে বাধার অভিযোগ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা ব্রিজে পূর্বঘোষিত কর্মসূচির ১১ দফা বাস্তবায়নের দাবিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। যেখানে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেছেন। 

বৃহস্পতিবার ( ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনা ঘটে। তবে বেলা দেড়টার দিকে আবারও পুলিশের বাধা ঠেকিয়ে মানববন্ধন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীরা বলেন, ‘আমরা গাড়ির কাগজপত্র চেক করার জন্য আসিনি, আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে, আমাদের ব্রিজে দাঁড়াতে দেয়নি, উঠিয়ে দিয়েছে। আমরা আজ রাস্তায় কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য আসিনি। পুলিশ আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে।

মতিঝিল জোনের রামপুরা বিভাগের এডিসি নুরুল আমিন বলেন, ‘উপর থেকে নিষেধ আছে আজকে শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেয়া হবে না। কারণ তাদের সবার দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ