• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাবির আইবিএ’র বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৯:৩৪ পিএম

ঢাবির আইবিএ’র বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত

সিটি নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী জুন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা শিগগিরই জানানো হবে।

রোববার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২১ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে পিছিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। নতুন করে নির্ধারিত তারিখ অনুযায়ী -ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী আগস্ট, -ইউনিটের ভর্তি পরীক্ষা আগস্ট, -ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট, -ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট এবং -ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

ছাড়াও -ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)-এর তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

নূর/এম. জামান

আর্কাইভ