• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ছাত্রীকে ধাক্কা : রাইদার বাস আটকালেন শিক্ষার্থীরা

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১০:৪০ পিএম

ছাত্রীকে ধাক্কা : রাইদার বাস আটকালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আফতাব নগরের এক কলেজছাত্রীকে ধাক্কা দেয়ায় রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে রাইদা পরিবহনের অন্তত ১৫টি বাস আটকে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ওই সড়কে তীব্র জানজটের  সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আজ দুপুরের দিকে ইম্পিরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা এলাকা থেকে করোনার টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে বাস থেকে নামার সময় তাকে ওই বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় রাইদা পরিবহনের ১৫টি গাড়ি আটকে রাখে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।’

ওসি বলেন, ‘যে বাসের হেলপারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই বাসটি আটক করা যায়নি। এছাড়া বাসের নম্বরও জানা যায়নি। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাইদা পরিবহনের মালিকপক্ষকে থানায় ডেকেছি। আন্দোলনরত শিক্ষার্থীদেরও থানায় নিয়ে আসা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করব। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, মালিকপক্ষ এলে বিষয়টি দ্রুত সমাধান হবে।’

তবে বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত বাসগুলো রাস্তায় আটক থাকবে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।

জেডআই/এম. জামান

আর্কাইভ