• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৭:১৭ পিএম

অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যবিধি মেনে বাসে অর্ধেক আসন খালি রেখে সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করবে। রোববার (২৩ মে) সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইকে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে তিনি কথা বলেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ বাড়িয়ে রোববার (২৩ মে) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন করে দেয়া প্রজ্ঞাপনে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চালু করে দেয় সরকার।

ওবায়দুল কাদের বলেন, ‘সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে। গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করতে হবে। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

নির্দেশনা পালনে যাত্রী পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতাও চান সড়ক পরিবহনমন্ত্রী কাদের। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়া নিয়ে মন্ত্রী কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি।

এরিয়ান/জেডসি/এম. জামান

আর্কাইভ