• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ডিসি-সচিবের বডিগার্ড আছে, এমপির নেই : চুন্নু

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১১:০৯ পিএম

ডিসি-সচিবের বডিগার্ড আছে, এমপির নেই : চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘একজন ইউএনও গাড়িতে তিন-চারজন আনসার উইথ আর্মস সঙ্গে নিয়ে যান। ডিসির বডিগার্ড আছে, সচিবেরও আছে শুধু এমপিদেরই নেই।’

রোববার (২৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘এমপিদের স্ট্যাটাস কী, রাষ্ট্রীয় প্রটোকল কী এটা জানতে চেয়ে মইন উদ্দীন খান বাদল মারাই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ঠিক করেছে। সেটা করতে পারে আপত্তি নেই। কিন্তু একজন সংসদ সদস্য সরকারি আমলার নিচে থাকবেন এটা অসুন্দর লাগে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘কিছুদিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আক্রমণ হয়েছিল। সে আক্রমণের কারণে এখন সারা দেশে সব ইউএনওর বাসায় ১০-১২ জন আর্মসধারী আনসার দেয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেব গাড়িতে তিন-চারজন আনসার উইথ আর্মস সঙ্গে নিয়ে যান। আর আমারা এমপিরা বেআক্কেলের মতো ঘুরি। এমপির পার্সোনাল একটা গানও নেই।

সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘সময় পরিবর্তন হয়েছে। মাননীয় সংসদ নেত্রী আপনার সঙ্গে অনেকে আছেন, এমপিরা একা চলাফেরা করেন। ডিসির বডিগার্ড আছে, সচিবেরও আছে শুধু এমপিদেরই নেই।’

জেডআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ