• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হাফ পাসের দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১০:০৯ পিএম

হাফ পাসের দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর বিচার, বাসে হাফ পাস ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবিতে আজও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। রোববার (২৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন তারা।

এদিন বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। সেখানে ধানমন্ডি আইডিয়াল, মোহাম্মদপুর সরকারি কলেজ, কমার্স কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তারা।

পরে নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সিটি কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন। এরপর দুপুরে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নিয়ে যানবাহন চালকের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করেন।

শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আন্দোলন চালিয়ে যাবো। হাফ পাসের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।

শিক্ষার্থীদের অবস্থানকালে স্থানীয় পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নেন। পরে ওই সড়কে যান চলাচল সীমিত করে মানিক মিয়া এভিনিউয়ে গাড়ি ডাইভারশন করতে দেখা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন করছি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছি, তখনও চালক ছাড়া হেলপারের হাতে স্টিয়ারিং দেখছি। আবার চালক থাকলেও নেই ড্রাইভিং লাইসেন্স। আবার কোনো কোনো পরিবহনের বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে না। আমাদের আন্দোলন চলছে চলবে। বাসসহ কোনো পরিবহন যাতে বৈধ কাগজপত্র ছাড়া এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলাচল না করে, সেটি দেখার জন্য আমরা ট্রাফিক পুলিশকে অনুরোধ জানিয়েছি।’

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাইয়ুম জানান, স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী নীলক্ষেত থেকে একটি মিছিল নিয়ে সিটি কলেজ পর্যন্ত গিয়েছে। কয়েকদিন ধরে ছাত্ররা যেসব দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছিল, সেসব দাবি নিয়ে তারা এখন সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী জানান, গতকালকের মতো ছাত্ররা ধানমন্ডি ২৭ নম্বরের মাথায় মিরপুর রোডে অবস্থান নিয়েছেন।

এদিকে শান্তিনগর, মিরপুর, ফার্মগেট, রামপুরাসহ রাজধানীর আরও কয়েকটি জায়গায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি-  নটর ডেম কলেজের নাঈম হাসানের নিহতের ঘটনায় বিচার নিশ্চিত, বাসে হাফ পাস কার্যকর এবং নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন।

জেডআই/এম. জামান

আর্কাইভ