• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৩:৫৪ পিএম

লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) হেফাজত মহাসচিবের ছোট ছেলে মাওলানা রাশেদ বিন নূর ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তিনি তার বাবার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে শনিবার (২৭ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

রাশেদ বিন নূর জানিয়েছেন, রাতেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ (রোববার) তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দেন হেফাজত মহাসচিব। সেই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও অতিথি হিসেবে যোগ দেন।

নূর/এএমকে/ডাকুয়া

আর্কাইভ