• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৬:২১ পিএম

বৃহস্পতিবার মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পোশাক শ্রমিকেরা বৃহস্পতিবারও (২৫ নভেম্বর) বিক্ষোভ করেছেন। মিরপুর-১৪ নম্বরে তারা বিক্ষোভ করেন। বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টার দিকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।

পোশাক শ্রমিকেরা ১৪ নম্বরের পথচারী পারাপার সেতুর নিচে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এতে আশপাশের এলাকাগুলোতে যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে, মিরপুর ১৩ নম্বরেও রাস্তায় জড়ো হচ্ছেন পোশাক শ্রমিকেরা। সেখানে বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন তারা। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এর আগে, বুধবার পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শামীম/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ