• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ আজ

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০২:৩৫ এএম

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস আইনে করা মামলার রায় আজ (রোববার)। বৃহস্পতিবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ শুনানি হলেও বিচারক রোববার রায় দিবেন বলে ঘোষণা দেন।

ভার্চুয়ালিভাবে এ রায় দিবে আদালত। রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি উপস্থাপনসহ জামিনের বিষয়ে আদেশ দেয়ার জন্য দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষ যদি আদালতে কোনো গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করে সেক্ষেত্রে আসামিপক্ষকে এ বিষয়ে শুনানি করার জন্য সুযোগ দেয়ার আইনগত অধিকার রয়েছে। আদালত ন্যায় বিচারের স্বার্থে এ সুযোগ দেবেন বলে আমরা আশা করি।'

গত ১৭ মে পেশাদার দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে শাহবাগ থানায় আনা হয়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

১৮ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ সাংবাদিককে তোলা হয়। সেখানে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে জামিনের আবেদন করে রোজিনার আইনজীবী। তবে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে এই মামলার শুনানির জন্য ২০ মে দিন ধার্য করে।

গত ২০ মে সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন বিষয়ে শুনানি করেন একাধিক আইনজীবী। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি উপস্থাপনসহ জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার (২৩ মে) দিন ধার্য করেন।

এএএম
আর্কাইভ