প্রকাশিত: মে ২২, ২০২১, ১১:০০ পিএম
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমান আট দিন ধরে
নিখোঁজ রয়েছেন। তিনি তথ্য বিজ্ঞান
ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের
শিক্ষার্থী এবং এবং বর্তমানে
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ
সম্পাদক হিসেবে দায়িত্বরত।
শনিবার
(২২ মে) হাফিজুর নিখোঁজের
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম
অ্যাকশনের সভাপতি লিজাইনুল ইসলাম রিপন।
লিজাইনুল
ইসলাম রিপন জানিয়েছেন, ঈদুল
ফিতরের পরদিন গত ১৫ মে
দুপরে বন্ধুদের সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে যান হাফিজুর। বিশ্ববিদ্যালয়
কার্জন হল এলাকায় বন্ধুদের
সঙ্গে আড্ডা শেষে রাত ৮টার
দিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে
বন্ধুদের কাছ থেকে তিনি
বিদায় নেন। এরপর থেকে
তাকে আর পাওয়া যাচ্ছে
না।
তিনি
বলেন, আমরা বিভিন্নভাবে তাকে
খোঁজার চেষ্টা করেছি। বাধ্য হয়ে পরে সামাজিক
যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করছি।
লিজাইনুল
ইসলাম রিপন আরও বলেন, হাফিজুর
রহমানের নিজের এলাকায় জিডি করা হয়েছে,
শাহবাগ থানায়ও বিষয়টি জানানো হয়েছে। সর্বশেষ তার পরনে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত ডাকসুর টি-শার্ট ছিল।
এ
বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক
ড. এ কে এম
গোলাম রব্বানী বলেন, আমরা আমাদের সাধ্যমতো
তাকে খোঁজার চেষ্টা করছি।
বিআর/এম. জামান