• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মালিকরা চাইলেও বন্ধ থাকছে লঞ্চ চলাচল : বিআইডব্লিউটিএ

প্রকাশিত: মে ২২, ২০২১, ০৯:২৫ পিএম

মালিকরা চাইলেও বন্ধ থাকছে লঞ্চ চলাচল : বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানিয়েছেন, সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান বিধিনিষেধে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শনিবার (২২ মে) তিনি তথ্য জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক আরও জানান, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। মন্ত্রণালয়ে থেকেও আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি। করোনার এই প্রাদুর্ভাবের মধ্যে কোনোভাবেই সরকারের নির্দেশনা ছাড়া লঞ্চ চালাতে দেয়া যাবে না। তাই আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারব না। তারা চাইলেও নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারা দেশে লঞ্চ চলা বন্ধ থাকবে।

শনিবার বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। সংবাদ সম্মেলনে তাদের ছয় দফা দাবি তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে- লঞ্চ চলাচলের পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত মালিকদের কাছে বণ্টন করা, অগ্রিম প্রদত্ত ছয় মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করা, বিআইডব্লিউটিএ বিভিন্ন চার্জ মাসের জন্য মওকুফ করা, নৌ-পরিবহন অধিদফতরের মাসের সার্ভে ফি মওকুফ করা এবং ব্যাংকঋণের সুদ মাসের জন্য মওকুফ করা। লিখিত ৬টি দাবি তুলে ধরেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারা দেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে কঠোর বিধিনিষেধ চলছে। দফা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে। দেশের অভ্যন্তরীণ আকাশপথ চালু রয়েছে। ছাড়া সিটি করপোরেশন এলাকায় এক সিট খালি রেখে বাস চলাচল করছে।

লাইজুল/এম. জামান

আর্কাইভ