• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:৩৮ এএম

গুলশানে বহুতল ভবনের  আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলশান- নম্বরে ইউনিমার্টের বহুতল ভবনের অগ্নিকাণ্ড। প্রায় ২০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট।

শনিবার (২০ নভেম্বর) রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি বলেন, ’গুলশান- নম্বরে ইউনিমার্টের ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ৯টা ২০ মিনিটে। আমাদের ৪টি ইউনিট কাজ করে প্রায় ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহতের খবর আমরা পায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে রাত ৯টায় ইউনিমার্টের ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

 

ইফাত

আর্কাইভ