• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সোমবার থেকে লঞ্চ চালাতে চান মালিকরা

প্রকাশিত: মে ২২, ২০২১, ০৮:০৩ পিএম

সোমবার থেকে লঞ্চ চালাতে চান মালিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যবিধি মেনে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ শেষে আগামী সোমবার (২৪ মে) থেকে লঞ্চ চালানোর অনুমতি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।

জনসাধারণ এবং লঞ্চ মালিক-শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে শনিবার (২২ মে) ঢাকা নদীবন্দরের সদরঘাটে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মো. বদিউজ্জামান বাদল।

বদিউজ্জামান বাদল বলেন, ‘আমরা লঞ্চ চালু করার দাবি জানিয়েছি। ২৪ মে থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে চাই। আগেও যখন আমরা লঞ্চ চালিয়েছি, স্বাস্থ্যবিধি মেনেই চালিয়েছি। যাত্রীরাও আমাদের সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, ‘আমরা কিছুদিন ধরেই লঞ্চ চালু করার আবেদন জানিয়ে আসছি; কিন্তু আমাদের কথা শোনেনি। আমরা বলেছি, ছোট লঞ্চগুলো যেগুলো কাছাকাছি দূরত্বে চলাচল করে, এই লঞ্চের মালিকরা অনেকটা দিনে আনে দিনে খায়। এদের অবস্থা খুবই খারাপ। ধরনের লঞ্চের সংখ্যা সাড়ে ৬০০-এর মতো। যখন ঢাকার মধ্যে বাস ছাড়ল আমরা বলেছি, ছোট লঞ্চগুলো যেগুলো ১০০ কিলোমিটারের মধ্যে চলাচল করে সেগুলো চলতে দেয়া হোক। কিন্তু অনুমতি দেয়া হয়নি।

সময় লঞ্চ মালিকেরা কয়েকটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো- আগামী ২৪ মে থেকে দেশে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচল, শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস সংশ্লিষ্ট আবেদিত প্রণোদনা অবিলম্বে মালিকদের মাঝে বণ্টন, এনবিআর কর্তৃক ধারণক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করতে হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর মাসের কনজারভেনচি বার্দিং চার্জ মওকুফ, মাসের সার্ভে ফি এবং ব্যাংকঋণের মাসের সুদ মওকুফ করা।

তরিকুল/নূর/এম. জামান

আর্কাইভ