প্রকাশিত: মে ২২, ২০২১, ০৭:১১ পিএম
দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ডা. মো. এনামুর রহমান
বলেছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ
‘যশ’-এ উপকূলীয় সবাইকে
প্রয়োজনে জোর করে আশ্রয়
কেন্দ্রে আনা হবে। আশ্রয়
কেন্দ্রে থাকা নিশ্চিতের মাধ্যমে
মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
শনিবার
(২২ মে) বিকেলে দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে
অনুষ্ঠিত যশ-এর প্রস্তুতিমূলক
সভা শেষে সাংবাদিকদের এসব
কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি
বলেন, ‘বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ
যশ আগে ভারতের উড়িশ্যার
দিকে থাকলেও কিছুটা দিক পরিবর্তন করেছে।
এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ
এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিতের
সম্ভাবনা রয়েছে। এভাবে চলতে থাকলে এ
লঘুচাপটি ২৩ মে ঘূর্ণিঝড়ে
পরিণত হবে। যদি দ্রুত
এগিয়ে আসতে থাকে তাহলে
কাল অথবা পরশু বৈঠক
করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।’
তিনি
আরও বলেন, ‘ইতোমধ্যে উপকূলীয় এলাকায় নগদ টাকা ছাড়
করা হয়েছে। আগামীকাল শুকনা খাবারও পৌঁছে দেয়া হবে।’ স্থানীয় স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি রেডিও
উপকূলীয় এলাকায় প্রচারণা শুরু করেছে বলেও
জানান তিনি।
সভায়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
সচিব মো. মোহসিনসহ শীর্ষ
কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ের
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তরিকুল/নূর/এম. জামান