• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানী থেকে একসঙ্গে তিন বোন নিখোঁজ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৪:০৭ পিএম

রাজধানী থেকে একসঙ্গে তিন বোন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪ মিনিটের দিকে তারা আদাবরের শেখেরটেকের পিসিকালচারের খালার বাসা থেকে বের হন। এ ঘটনায় তাদের খালা সাজেদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজরা হলেন-রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬)। তারা তিনজনই টিকটকে আসক্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রাতে নিখোঁজদের খালা জানান, আমার বড় বোন তিন বছর আগে মারা যাওয়ার পরে দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছেন। খিলগাঁওয়ে আমার ছোট বোনের বাসায় থাকত তিন ভাগ্নি রোকেয়া, জয়নব ও খাদিজা। জয়নব ও খাদিজার এসএসসির পরীক্ষাকেন্দ্র ছিল ধানমন্ডি গার্লস হাইস্কুলে। সে কারণে আদাবরে আমার বাসায় এসে তারা দুজন পরীক্ষা দিচ্ছিল।

তিনি আরও জানান, গত ১৫ তারিখে একটি পরীক্ষা হয়েছে। আরও দুটি পরীক্ষা বাকি রয়েছে। এর মধ্যেই হঠাৎ তারা তিনজন একসঙ্গে বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। পরে তারা বাসায় ফিরে না আসায় আদাবর থানায় গিয়ে জিডি করি।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার উপপরিদর্শক আব্দুল মোমেন জানান, ওই বাসার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি তারা তিনজন ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি। এখনও তাদের অবস্থান শনাক্ত করতে পারিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।

টিআর/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ