• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

এবার যুক্তরাজ্যের কাছে টিকার আবেদন বাংলাদেশের

প্রকাশিত: মে ২২, ২০২১, ০৫:৩১ পিএম

এবার যুক্তরাজ্যের কাছে টিকার আবেদন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার সংকট মোকাবিলায় এবার যুক্তরাজ্যের কাছ থেকে টিকা চেয়েছে বাংলাদেশ। ব্রিটিশ টেলিভিশন আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে ব্যাপারে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ ভারত অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রফতানি বন্ধ করে দিয়েছে। ফলে এখন ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না বাংলাদেশ।

সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী দেশের করোনা পরিস্থিতিকেসংকটবলে উল্লেখ করেছেন। সময় তিনি বলেন, ‘আমরা (করোনা) টিকা পেতে মরিয়া।

পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের বন্ধুদেশ ভারত সংকটময় মুহূর্ত পার করছে। দেশটির করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা তাদের পরিস্থিতি বুঝতে পারছি। ফলে তারা যে পরিমাণ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে।

আইটিভির খবরে বলা হয়, বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষকে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।  এদের পরবর্তী ১২ সপ্তাহের মধ্যে এই টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কথা থাকলেও সেরামের কাছ থেকে টিকা না আসায় ১৬ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দিতে পারছে না কর্তৃপক্ষ।

মন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য সরকারের কাছ থেকে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছি আমরা।

বিআর/এম. জামান

আরও খবর

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ