• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

‘হাফপাস’ দাবিতে সড়ক অবরোধ, শিক্ষার্থীদের ওপর হামলা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০১:১৮ এএম

‘হাফপাস’ দাবিতে সড়ক অবরোধ, শিক্ষার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে হাফপাস’-এর দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৭ নভেম্বর) তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বেলা ১১টায় গণপরিবহনে হাফপাসভাড়ার দাবিতে মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে কিছু বাস আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজের আরেক গ্রুপ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। ধাওয়া দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, তিতুমীর কলেজের সামনে ও এর আশপাশের এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বাসে শিক্ষার্থীদের হাফপাস ভাড়ার দাবিতে আন্দোলন করছিলেন। শিক্ষার্থীদের অবরোধে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এরই মধ্যে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে দুই পক্ষই পুলিশ আসার আগে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ বলেন, ‘তিতুমীর কলেজ ও আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসে হাফপাস ভাড়ার দাবিতে বেলা ১১টার দিকে আন্দোলন করছিলেন। রাস্তা অবরোধ করে এ আন্দোলন করছিলেন। এ সময় আরেকটা গ্রুপের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ