প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১২:৩৮ এএম
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী বিরোধ সংক্রান্ত শুনানি নিষ্পত্তির জন্য
‘ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। এ
ট্রাইব্যুনালে ইউপি ভোটের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও
সাধারণ সদস্য পদের প্রার্থীদের নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত কিংবা আপিল
গ্রহণ করে নিষ্পত্তি করা হবে। মামলা দায়েরের ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে
হবে।
বুধবার (১৭ নভেম্বর) ইসির আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত এ
সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্বিতীয় ধাপে ৮৫৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদের প্রার্থীদের নির্বাচনী
বিরোধ সংক্রান্ত দরখাস্ত/আপিল গ্রহণ, শুনানি ও
নিষ্পত্তিতে ‘সিনিয়র সহকারী জজ’-এর সমন্বয়ে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ এবং ‘যুগ্ম
জেলা ও দায়রা জজ’ এবং ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট’-এর সমন্বয়ে ‘নির্বাচনী আপিল
ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউপি) আইন, ২০০৯-এর ধারা ২৩ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে দ্বিতীয় ধাপে ৮৫৩টি ইউপি নির্বাচনের
সকল বিরোধ সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তি করতে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার আইন অনুযায়ী,
নির্বাচনের ফলাফল গেজেটে
প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি
উত্থাপন ও প্রতিকার প্রার্থনা করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে
এবং কোনো মামলা দায়ের করা হলে নির্বাচন ট্রাইব্যুনাল মামলা দায়ের হওয়ার তারিখ থেকে
১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে কোনো ব্যক্তি
সংক্ষুব্ধ হলে তিনি রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচন আপিল
ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন। এ রকম কোনো আপিল দায়ের করা হলে নির্বাচন
আপিল ট্রাইব্যুনাল আপিল দায়ের হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে তা নিষ্পত্তি
করবে। তাছাড়া নির্বাচন আপিল ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত বলে গণ্য হবে।
শামীম/এম. জামান